কবে যে এই বিকৃত মানুষ গুলো সত্যকারের মানুষ হবে। মেয়ে, মহিলাদের উপরতো হামলা হচ্ছেই এখন শিশু বাচ্চারাও রেহাই পাচ্ছেনা।২০২২ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বাংলাদেশে মোট ৫টি নতুন শিশু উপর হামলার ঘটনা ঘটেছে। নিজের ছোট ভাই বোন-ভাই বা সন্তানদের কথা চিন্তা করে এবার তো তোরা মানুষ হও।