কারো জাত, গোষ্ঠী, পূর্বপুরুষ এবং অতীত দিয়ে তাকে বিচার করা সমীচীন নয় কারণ সে আর অতীতে বসবাস করেন না। কারো জাত, গোষ্ঠী, পূর্বপুরুষ এবং অতীত দিয়ে কারো সম্পকে মতামত দেয়ার এই ধ্যান ধারণা আদিকাল থেকে এখনও চলছে, বর্তমান সময়ে কতটুকু উপযুক্ত .. আপনি কি মনে করেন?